সাতকানিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে ৩ চেয়ারম্যান
চেঙ্গী দর্পন প্রতিবেদক , সাতকানিয়া , চট্টগ্রাম : সর্বশেষ সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতকানিয়ায় আওয়ামী লীগ মনোনীত ৩ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
১২ জানুয়ারি ২০২২ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া তিন চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কেঁওচিয়া ইউনিয়নের উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক মো.ওচমান আলী, পুরানগড়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু নঈম মো.সেলিম। গত বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ওই ইউনিয়নগুলোতে একক প্রার্থী হওয়ায় তাঁরা চেয়ারম্যান পদে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। বিকাল ৫টা পর্যন্ত এই তিন ইউপিতে অন্য কেহ মনোনয়ন পত্র জমা দেয় নাই।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৬ ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ ও স্বতন্ত্র মিলিয়ে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪৯ ও সাধারণ সদস্য পদে ৬৪৩ জন সহ মোট ৮৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ ইউনিয়ন ছাড়া চরতি ইউনিয়নে ৮ জন, খাগরিয়ায় ৪, নলুয়ায় ৫, আমিলাইষ ৫, ছদাহা ৫, সোনাকানিয়া ৬, সাতকানিয়া সদর ২, কালিয়াইশ ৪, পশ্চিম ঢেমশা ৬, ঢেমশা ৩, ধর্মপুর ২, কাঞ্চনা ৪ ও বাজালিয়ায় ৩ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সর্বশেষ নির্বাচনে সাতকানিয়ার ১৬ ইউপিতে ২ লাখ ৪৬ হাজার ৮শ ৯৩ জন ভোটার ১৪৫টি ভোট কেন্দ্রের ৬শ ৭১টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৬ ইউনিয়নে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৪শ ৯৯ ও নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৩শ ৯৪। অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৫টি ও ভোট কক্ষ ১০টি।
তফসিল অনুযায়ী ১৫ জানুয়ারী মনোনয়ন পত্র যাচাই-বাছাই। ১৮ জানুয়ারি আপিল দায়েরের শেষ দিন। আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারির মধ্যে হবে । ২২জানুয়ারি পর্যন্ত বাছাই ও আপিলে বৈধতা পাওয়া প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ৭ ফেব্রুয়ারি ২০২২ সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত সাতকানিয়ার ১৬ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল বলেন, উপজেলার মাদার্শা, পুরানগড় ও কেঁওচিয়া ইউপিতে একজন করে প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে চলেছেন।