চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

সাতকানিয়ায় বালু উত্তোলনের গর্তে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া , চট্টগ্রাম  :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ভিটাবাড়ি ভরাটে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে পড়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

৪ মার্চ ২০২৪, সোমবার বিকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের নতুন হাট বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

পুরানগড় ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুনহাট বাজারের উত্তর পাশে নদীতে এক প্রবাসীর দুই ছেলের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন- কামরুল হাসান মিশকাত (১২) ও ওমর ফারুক মিজবাহ (৮)। মিশকাত বাজালিয়া রাইজিং স্টার স্কুলের ৫ম শ্রেণি ও মিজবাহ স্থানীয় একটি মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী ও পুরান গড় ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কুয়েত প্রবাসী আবদুল মোনাফের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কুয়েত প্রবাসী আবদুল মোনাফের ২ ছেলে বন্ধুদের নিয়ে নতুনহাট বাজারের উত্তর পাশে সাঙ্গু নদীতে গোসল করতে যায়। সেখানে গত কয়েক মাস আগে চন্দনাইশের বাসিন্দা মোস্তাক আহমদ নামের এক ব্যক্তি তার ড্রেজার মেশিন দিয়ে নদীতে বালু উত্তোলনের ফলে গর্ত সৃষ্টি হয়। সোমবার দুপুরে দুই ভাই গোসল করতে গর্তের পানিতে নামলে ডোবে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলে ড্রেজার মেশিনের বালু উত্তোলনের গর্তের পানিতে জুতা ভেসে উঠলে লোকজন সেখানে হাত জাল মেরে দুই ভাইয়ের মৃত দেহ উদ্ধার করেন।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, নদীর পানিতে পড়ে পুরানগড়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে বিস্তারিত জানানো হবে।

Related Articles

Back to top button