সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটার ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া, চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কেটে ইট তৈরির অভিযোগে ভাটার ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম ভ্রাম্যমাণ আদালতে উপজেলার ছনখোলা এলাকায় এই জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, এওচিয়া ইউনিয়নে ছনখোলা এলাকায় অবৈধ ভাবে পাহাড় কেটে মাটি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে অভিযোগ আসে।সোমবার সন্ধ্যায় KB3 নামের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভাটার পাশে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। একটি পয়েন্টে ১৫-২০ ফুট গভীর পর্যন্ত মাটি কাটা হয়। পাহাড় কাটার বিষয়টি ইটভাটার পক্ষ থেকেও স্বীকার করা হয়। পরে KB3 নামের ইটভাটার দায়িত্বে থাকা অধির চৌধুরীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মইনুদ্দীন ফয়সালকে ব্রিক ফিল্ডের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
এছাড়া উপজেলার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়,আবাদি জমি কাটার বিরুদ্ধে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে। এ সময় অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।