সাতকানিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
চেঙ্গী দর্পন প্রতিবেদক , সাতকানিয়া , চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৬ মার্চ ২০২৪ বুধবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
জানা গেছে, কিছু ব্যক্তি উপজেলার বানিজ্যিক কেন্দ্র কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’’পাশে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। আসন্ন রমজানে যানজট নিরসনের পথ চারী ও যাত্রীদের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে উচ্ছেদ অভিযান চালাতে একমত হয়েছেন। অবৈধ দখলদারদের সরকারি জায়গা ছেড়ে দিতে গত এক সপ্তাহ ধরে ভবন মালিকদের নোটিশ দিয়ে মাইকিং করেছেন প্রশাসন।
বুধবার দিনব্যাপী অভিযানে মহাসড়কের দু’পাশে দখল করে রাখা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সড়কের পাশে লোহার পাইপ দিয়ে দোকানের নামে টাঙানো কয়েক শত সাইনবোর্ড , সিঁড়ি ও মালামাল গুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে রাখায় বাজারে প্রতিদিন যানজট সৃষ্টি হয়। ব্যবসায়ীদের অবৈধ দখল ছেড়ে দিতে একাধিক বার নোটিশ করে মাইকিং করা হয়। এরপরও দখল না ছাড়ায় বুধবার সকাল থেকে কেরানীহাট বাজারে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে যদি কেউ আবারও দখল করতে চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে ।