Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

সাজেকে ইউপিডিএফ এর দুই সদস্যকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার ,রাঙ্গামাটি :
পাহাড়ে আধিপত্য বিস্তারে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের দুই সদস্যকে প্রতিপক্ষরা গুলি করে হত্যা করে বলে জানা যায়।

 

৪ ফেব্রুয়ারী রবিবার দুপুর ২ ঘটিকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে সাজেক থানার পুলিশ।

 

সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন অজ্ঞাত পাহাড়ী সন্ত্রাসিদের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের দুইজন নিহত হয়েছে এমন সংবাদ পাওয়ার পরপরই সাজেক থানা থেকে পুলিশ ঘটনা স্থলে পৌছে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

 

নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছে ইউপিডিএফ। গুলিবিদ্ধ হয়ে মৃত দুজনেই বাঘাইছড়ি উপজেলার মৃত শান্তি কুমার চাকমার ছেলে আশিষ চাকমা (৪৫) অপরজন মৃত অনিল বরন চাকমা র ছেলে দিপায়ন চাকমা (৩৮)।

এদিকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারী তিন দিনের আবকাশ যাপনে মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাব উদ্দিন সাজেক যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এ ধরণের হত্যাকান্ডের মূলে কারা রয়েছে এখনো নিশ্চিত করেনি পুলিশ।

 

তবে ইউপিডিএফের দাবী জেএসএস সন্তু লারমা লোকজন এই হত্যার সঙ্গে জড়িত তবে ইউপিডিএফ এর অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন সাজেক এলাকায় জেএসএসে র কোন সাংগঠনিক কার্জক্রম নাই। ইউপিডিএফ এর অভিযোগ ভিত্তিহীন।

Related Articles

Back to top button