সাংবাদিক নেতা প্রদীপ চৌধুরী গ্রেফতার : মুক্তির দাবিতে “কেইউজের” বিবৃতি
স্টাফ রিপোর্টার.খাগড়াছড়ি:
কর্মরত সংবাদকর্মীদের অধিকার আদায়ের সংগঠন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি প্রদীপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধায় জেলা শহরের মিলনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা একটি সহ খাগড়াছড়ি সদর থানায় আরও দুইটি এবং পানছড়ি ও মানিকছড়ি থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
এ মামলা গুলো গত ৫ আগস্ট পরবর্তী দায়ের করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিলনা।
প্রদীপ চৌধুরী দৈনিক সমকাল,দীপ্ত টেলিভিশন, ইংরেজি দৈনিক নিউ এইজ ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে রয়েছে।
সাংবাদিক নেতা প্রদীপ চৌধুরীকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ানের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় যে মামলা গুলো করা হয়েছে তা সম্পূর্ণ মিত্যা। যে গুলো গত ৫ আগস্ট পরবর্তী গত দেড় থেকে দুই মাসের মধ্যে দায়ের করা হয়েছিল। এই মামলা গুলো উদ্দেশ্যমুলক, সাজানো, কল্পনাপ্রসূত ও বিশেষ একটি মহল করিয়েছে।
মামলা গুলোতে প্রদীপ চৌধুরীকে মারামারি, ভাংচুর, অগ্নি সংযোগের মতো বিষয়ে মামলায় জড়ানো হয়েছিল। খাগড়াছড়ি জেলা শহরে স্বনাম ধন্য সর্বজন পরিচিত একজন সাংবাদিক, তিনি কখনো সেই সব ঘৃণ্য কাজে জড়িত হতে পারেন না।
বিবৃতিতে আরো বলা হয়, একজন নাগরিক হিসেবে যে কেউ যেকোন আদর্শ লালন পালন করার অধিকার রাখেন। এটা সাংবিধানিক স্বীকৃত। তিনি একটি নির্দিষ্ট আদর্শ লালন করেন বলেই তার বিরুদ্ধে এই হয়রানি মুলক মামলা দায়ের করা হয়েছিল। তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না।
বিবৃতিতে অভিলম্ভে প্রদীপ চৌধুরীর দ্রুত মুক্তি এবং তার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।