সহায়তায় নয়, দায়িত্ববোধে-মানুষের পাশে সেনাবাহিনী

মাটিরাঙ্গা খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুঃস্থ, শীতার্ত ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি এর নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচীতে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। কারবারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা ছাড়াও শীতার্ত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রায় ২০০ জন পাহাড়ি ও ৪ জন বাঙালি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী এবং ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম। চিকিৎসা গ্রহণকারীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে জোনের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ারসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাটিরাঙ্গা জোনের সার্বিক সাফল্য কামনা করেন।




