চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া :
আইনমন্ত্রী আনিসুল হক বলেন ৭ জানুয়ারির নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমে বালাদেশের জনগণ জামায়াত বিএনপির সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি গ্রহণ করেছে।
০৮ জানুয়ারি ২০২৪ সোমবার বিকালে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগ নেতা মনির হোসেন বাবুল, মোঃ সেলিম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।
আইনমন্ত্রী আরো বলেন, ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে ক্ষমতা সম্পর্কে মানুষের ধারণা পাল্টে দিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে ৭৫ পরবর্তীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে শাসন করতেন।তাদের কাছে ক্ষমতা মানে শাসন। জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা মানে জনগণের সেবা। শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশের উন্নয়ন করেছেন। বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন।
এর আগে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পৌর মুক্তমঞ্চে আইনমন্ত্রী আনিসুল হককে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -৪ ( কসবা-আখাউড়া) আসনে আনিসুল হক বিপুল ভোটে বিজয়ী হন।