Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে অর্থনীতি ও জীবন মান উন্নয়ন সম্ভব ; উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ের উন্নয়নে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ি-বাঙালি বিভেদ ভুলে সকলেই মিলে একসাথে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি ও জীবন মান উন্নয়ন সম্ভব। পার্বত্য এলাকায় কফি , কাজু বাদাম ও ইক্ষু চাষের মাধ্যমে কৃষি অর্থনীতির ব্যাপক উন্নয়নে হবে আশা ব্যক্ত করেন ও পরিবেশ রক্ষায় বন উজাড় বন্ধের আহবান জানায়। তিনি পাহাড়ের মান সম্মত শিক্ষার উপর গুরুত্ব দেন।

 

১০ ফেব্রুয়ারী ২০২৫ , সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দরা পার্বত্য জেলা পরিষদে নানা অনিয়ম-দুর্নীতির নিয়ে সমালোচনা করে পরিষদ গঠনের অনুরোধ জানালে পার্বত্য উপদেষ্টা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

উপদেষ্টা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইচ্ছে ও যোগ্যতা থাকলে অনেক কিছু করা যায়। জেলা পরিষদ গঠন হয়েছে প্রায় ৩ মাস অথচ এখনো পর্যন্ত উন্নয়ন প্রকল্পের রুল তৈরী করতে পারেন নি। বাকী তিন মাসে কখন টেন্ডার আহবান করবেন ? কখন প্রকল্প বাস্তবায়ন করবেন এমন প্রশ্ন রাখেন তিনি।

 

তিনি বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবের কারণে আমরা দায়িত্ব পেয়েছি। সেবার মান জন বান্ধব হওয়া দরকার। তিনি লোক দেখানো কোন কিছু না করার আহবান জানিয়ে বলেন,জনগণের মন জয় করা জরুরি। আমরা চিরদিন থাকতে আসেনি। যত তাড়াতাড়ি চলে যেতে পারবো তত গালিগালাজ কম খাবো।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য সহ প্রশাসনিক বিভাগীয় প্রধান, সামরিক-বেসামরিক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button