
স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা শাখার অধীনে শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
০৯ জুলাই ২০২৫ ইং তারিখে ঘোষিত এই কমিটিতে ৩২ জন ছাত্রনেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অনুমোদন দিয়েছেন,মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল হাশেম,সাধারণ সম্পাদক
জাহিদুল হাসান জামাল।
প্রতিটি পদে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও কার্যকর ও সংগঠিত হবে বলে আশা করা যাচ্ছে।
শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণায়,কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন, সভাপতি সাইফুল ইসলাম শিবলু,সিনিয়র সহ-সভাপতি নিলয় মৃধা,সাধারণ সম্পাদক রাহান হোসেন, সাংগঠনিক সম্পাদক সায়মন আল হাসান,দপ্তর সম্পাদক আবু হাসনাত,প্রচার সম্পাদক মেহেদী আরাফাত, ছাত্রী বিষয়ক সম্পাদক রাইসা,সহ ছাত্রী বিষয়ক সম্পাদক রাবিয়া জানাতুল (রাবু),ক্রীড়া সম্পাদক তাহসীন, সহ ক্রীড়া সম্পাদক আনন্দন,সাংস্কৃতিক সম্পাদক ইমন।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন,শাহরিয়ার হোসেন শাকিব, শুভ শেখ, মোঃ সিয়াম আহমেদ, শরিফ চৌধুরী, মাহিয়া মাহি, সিরাজুল ইসলাম, রোমান শেখ, এস এ সায়মন, রেদওয়ান মুক্তাদির, মোর্শালিন মোল্লা।
আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য জেলা ছাত্রদল নির্দেশনা প্রদান করেছে।এই কমিটির মাধ্যমে শ্রীনগর কলেজ ছাত্রদল আরও সক্রিয় ও সংগঠিত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।