স্টাফ রিপোর্টার ,মুন্সিগঞ্জ :
বাঘড়া দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৬ ডিসেম্বর ২০২৪ , শুক্রবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসার ময়দানে শিক্ষার্থীদের কেরাম ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ।এ বছর ১৬ জন হাফেজ কে পাগড়ী প্রদান করা হয়।
মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এর সঞ্চালনায়,পাগড়ী ও ক্রেস প্রদান করেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কাসেমী কুরাইশী,মাদ্রাসার মুহতামিম জুনায়েদ বিন হাতিমি।
উক্ত মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা খলীল আহমদ কাসেমী কুরাইশী
মুহতামিম,বিশেষ বক্তৃতা হিসাবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম,হাটহাজারী, চট্টগ্রাম।মুফতী সিবগাতুল্লাহ নূর মুহাদ্দিস,জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া,বি. বাড়িয়া। খতিব, কেন্দ্রীয় জেলা জামে মসজিদ, বি.বাড়িয়া।মাওলানা ওমায়ের কোব্বাদী লেখক,গবেষক।মুহাদ্দিস,মাদরাসা দারুর রাশাদ, মিরপুর,ঢাকা।মাও.আবুল কাশেম আশরাফী মুহতামিম,জামিয়া আশরাফিয়া দারুল উলূম, মুহাম্মদপুর,ঢাকা।খতিব,খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ,ঢাকা।সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।আরো উপস্থিত ছিলেন শাহ আলম বেপারী,আক্কাস মেম্বার,শাহীন মোড়ল, মোতালেব বেপারী,সালাম সিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।