
স্টাফ রিপোর্টার ,মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা দক্ষিন রাঢ়ীখালে আঃগফুর মিয়ার ছেলে করিম মিয়া গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
১৬ সেপ্টেম্বর ২০২৫,(মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টায়, দক্ষিণ রাঢ়ীখাল এলাকায় করিম মিয়ার নিজস্ব জায়গায় থাকা হিজল, কড়ই, আকাশি ও আমসহ বিভিন্ন প্রজাতির ১২টি গাছ কেটে নিয়ে যায় বিবাদীরা। কাটা গাছগুলোর আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা বলে দাবি করেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন,মৃত মজিদ খানের ছেলে মোঃ শামীম খান, সাঈদ খান ও সাঈদ খানের ছেলে মোঃ তুরজয় জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে অভিযুক্ত সাঈদ খান জানান,এটা আমাদের নিজস্ব জমি। আমি শুধু হিজল গাছের ডালপালা কেটেছি, গাছ কাটার বা অন্যকিছু করার অভিযোগ ভিত্তিহীন। তবে ভুক্তভোগী করিম মিয়া এ বক্তব্য অস্বীকার করে জানান, গাছগুলো আমার নিজের লাগানো, আর এভাবেই জমি দখলের পাঁয়তারা করছে তারা।
সাব-ইন্সপেক্টর আঃ রাজ্জাক বলেন,ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।