Breakingসারাদেশ

শ্রীনগর অবৈধ মৎস্য শিকার রোধে কঠোর অভিযান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদনকারী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আরও ২টি কারখানা বন্ধ অবস্থায় পাওয়া যায়।

 

 

১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম রাব্বানী সোহেল অভিযান পরিচালনা করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, শ্রীনগর।

 

অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম। বাংলাদেশ কোস্ট গার্ড, মাওয়া স্টেশন, লৌহজং এবং সঙ্গীয় পুলিশ ফোর্স অংশ নেয়। অভিযান শেষে জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইলিশ সংরক্ষণ ও নদীসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Related Articles

Back to top button