স্টাফ রিপোর্টার ,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে মামলা মোকদ্দমায় হেরে গিয়ে জোড় পূর্বক জমি দখল করে ধান রোপণের অভিযোগ উঠেছে।
১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইল ভোগ এলাকায় খোরশেদ মল্লিক গংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠে । এ ব্যাপারে জমির মালিক জটু দাস বাদী হয়ে দখলকারী খোরশেদ মল্লিক তার দুই ছেলে রতন মল্লিক ও সজিব মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দরেন বলে জানান।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পাইলভোগ মৌজার আর এস ১৪৩ দাগের ১২১ শতাংশ সম্পত্তি জটু দাস পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন। সিএস রেকর্ডে এ সম্পত্তির মালিকানা দাবী করে খোরশেদ মল্লিক গং দেওয়ানী আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে নিজেদের দায়ের করা মামলায় হেরে গিয়ে বৃহস্পতিবার সকালে খোরশেদ মল্লিক সহ তার দুই ছেলে রতন ও সজিব গং আরো অজ্ঞাতনামা লোকজন নিয়ে সম্পত্তির জোড় পূর্বক সম্পত্তি দখলে নিয়ে ধান রোপনের চেষ্টা করে। এ সময় জটু দাস বাধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত সজিব মল্লিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই সম্পত্তি সিএস রেকর্ডে মালিক হয়ে আদালতে মামলা দিয়েছি। কিন্তু উকিলের গাফিলতিতে আমরা মামলায় হেরে যাই। আমার সব সময় এ জমি চাষাবাদ করে আসছি। তাই এবারও ধান রোপন করতেছিলাম।
শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবাদী খোরশেদ মল্লিক দের ধান রোপন করতে নিষেধ করেছি।