স্টাফ রিপোর্টার , মুন্সিগন্জ :
উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, উপজেলা চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৯ঘটিকায় মাঠে কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কুচকাওয়াজে অংশ গ্রহণ করে- বাংলাদেশ পুলিশ,ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি,বিএনসিসি,ভাগ্যেকুল শিশু সদনের শিক্ষার্থী।
প্রধান অতিথি হিসাবে প্যারেড পরিদর্শন ও অভিবাধন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী তোফাজ্জ্বল হোসেন,সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,কেন্দ্রীয় আওয়ামী নেতা মাকসুদ আলম ডাবলু,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত,আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।