Breakingঅপরাধশীর্ষ সংবাদসারাদেশ

শ্রীনগরে প্রবাসীর ঘরবাড়ি গুড়িয়ে দিলো চেয়ারম্যান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর ,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইউপি চেয়ারম্যানে নির্দেশে বিনা নোটিশে রাস্তা নির্মাণের নামে স্ক্যাভেটর মেশিন দিয়ে সৌদি প্রবাসীর বসত ঘরবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর এলাকার ২নং ওয়ার্ডের বাঘা ডাঙ্গায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারীর উপস্থিতিতে ও ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারীর নির্দেশে মো. ইলিয়াছ, কালু, মতি শেখ, জালাল, নুরুল হকরা প্রভাব খাটিয়ে বসতবাড়ির ২টি টয়েলেট, ১টি থাকার পাকা ঘর ও ১টি রান্নাঘর, ১টি টিউবওয়েল এবং সীমানা প্রাচীর গুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন বাঘাডাঙ্গার ইলিয়াছ ফকির ও প্রবাসী চুন্নু ফকিরের পরিবারের লোকজন। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। শনিবার দুপুরে প্রবাসীর ভাই বিল্লাল ফকির বাদি হয়ে স্থানীয় চেয়ারম্যানকে অভিযুক্ত করে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঘাডাঙ্গা ইট সলিং রাস্তার পাশে ইলিয়াছ ফকির ও চুন্নু ফকিরের বসতবাড়ি। দুই পরিবারের বসতবাড়ির মাঝখান দিয়ে একটি দু’পায়া রাস্তার প্রস্থস্ত করণের কাজের জন্য আনা স্ক্যাভেটর মেশিনে বসতবাড়ির স্থাপনাগুলো ভাঙ্গা হয়েছে। জানা যায়, রাঢ়িখাল মৌজার বালাশুর এলাকার ৫৬০/১৫৯৩ দাগে ৭০ শতাংশ নাল জমির মধ্যে ৭ শতাংশ করে মালিক ইলিয়াছ ফকির ও চুন্নু ফকির।

প্রতিবেশী মান্নান ফকির (৬৫), খালেক মাদবর (৬০), ফারুক হাওলাদার (৫৫), রেনু বেগম (৬০), বাচ্চু ফকির (৫০), সুফিয়া বেগম (৬০) বলেন, আনরেকর্ডকৃত দৃশ্যমান দু’পায়া রাস্তার ওই জমিও ইলিয়াছ ফকির ও চুন্নু ফকির দান করেন। স্থানীয় চেয়ারম্যান কোন নোটিশ বা কথা না বলে এভাবে তাদের বসতবাড়ি ঘর ভেঙ্গে দিতে পারে না। এ ঘটনার নিন্দা জানান তারা।

ভুক্তভোগী ইলিয়াছ ফকির ও চুন্নু ফকিরের পরিবারের লোকজনরা কান্নাজড়িত কন্ঠে বলেন, হানিফ বেপারীর উপস্থিতিতে ও চেয়ারম্যান আব্দুল বারেক খান বারীর নির্দেশে তার লোকজন আমাদের বাড়িঘর ভাঙ্গে।

Related Articles

Back to top button