চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর , মুন্সিগঞ্জ :
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
৭ ডিসেম্বর ২০২৩ , বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা হাতেম পাড়ায় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন জুলাহাস খান (৫৫) ও তার স্ত্রী রাজিয়া বেগম(৫০)।
এলাকাবাসীর ও থানার অভিযোগ সূত্রে জানা যায়,আদালতের মামলাধীন বিরোধপূর্ণ জায়গায় অনুপ্রবেশ করে পার্শ্ববতী রমিজ একটি ঘর নির্মাণ শুরু করে। এ সময় বাধা দিতে গেলে রমিজ শেখের নেতৃত্বে প্রায় ৫ থেকে ৭ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায় রমিজ শেখ(৫৫),শুকুর শেখ (৩৫),রনি শেখ(৩০),মনির শেখ(৩৫) অতর্কিত হামলা চালায়।এই ঘটনায় জুলহাস খান ও তার স্ত্রী রাজিয়া বেগম রক্তাক্ত জখম হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী জুলহাস খান জানায়,আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জায়গায় হঠাৎ অনুপ্রবেশ করে পাশ্ববর্তী রমিজ শেখ একটি ঘর নিমার্ণের চেষ্টা করলে এসময় তাদেরকে বাধা দিতে গেলে আমাকে ও আমার স্ত্রীকে মেরে রক্তাক্ত যখন করে। এ ঘটনায় অভিযুক্ত রমিজ জানায়, আমি কোন হামলা করিনি তবে তর্ক বির্তক হয়েছে।জায়গার মালিকানা বিষয় জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীয় বলেন লিখিত অভিযোগ দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।