স্টাফ রিপোর্টার , মুন্সিগন্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার ব্যবসায় চাঁদা না পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ হামলায় ৩ জনকে গুরুত্বর জখম করেছে সন্ত্রাসীরা।। এই ঘটনায় ৩১ জনকে এজাহারভুক্ত আসামী করে সোমবার দুপুরে রমিজ বেপারীর ছেলে মো. রুবেল বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার বিকাল সারে পাঁচ ঘটিকায় উপজেলার কুশুরীপাড়া বাইপাস মোড়ে ফয়সালের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটায়।
স্থানীয়রা গুরুত্বর অবস্থায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমিজ উদ্দিন বেপারী(৭২) তার ভাই দেলোয়ার(৫৫) ও স্বপন মৃর্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
থানা পুলিশ জানায়,মামলার এজাহার ভূক্ত ৩১ জন আসামীর মধ্যে ফয়সাল (৩০),তারেক(৩৫),সাগর(২১), পিয়াস (২৫),মহাদেব(২১),জাবির(২৪),বাবু(২২),শাহিন (২৫),শাহজাহান (২৬),নয়ন খালাসী(২১)কে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।এই দশজনের মধ্যে আটজন কক্সবাজার পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর ব্রিজে শ্রীনগর থানা পুলিশ এদের আটক করেন।
স্থানীয় সুত্রে জানা যায়,ড্রেজার ব্যবসার চাঁদা না পেয়ে কামারখোলা এলাকার দেলোয়ার ওরফে দিলু বেপারী ছেলে ফয়সাল, হরপাড়ার সেলিম খানের ছেলে তারেক, জুশুরগাওয়ের জুলহাসের ছেলে জিসান,কুমারপাড়ার কুদ্দুসের ছেলে ফারহানসহ আরো অজ্ঞাত ২৫-৩০ জন হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রবিবার বিকাল সারে পাঁচ টায় মোটর সাইকেল যোগে বাইপাস এলাকায় গিয়ে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্ধিন বেপারীসহ তার ছোট ভাই দেলোয়ার, দোকান দার স্বপন ও মিজানের উপর অর্তকিত হামলা চালিয়ে তাদেরকে এলোপাথারী কুপিয়ে গুরুত্বর জখম করে।
স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান, গতকাল শুক্রবার আমার পার্টনার পার্থকে নিয়ে মাটি ভরাটের জন্য ড্রেজারের পাইপ লাইন বসাই।এসময় ফোনে এলাকার ফয়সাল আমার কাছে চাঁদা দাবি করলে আমি পার্টনাকে পার্থর কথা বলি।রবিবার ফয়সাল,তারেকসহ ২৫-৩০ জন পার্থর কাছে যাওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে ফয়সালগং তার লোকজন নিয়ে ড্রেজার পাইপসহ আমার বাড়ি হামলা চালিয়ে ঘরের আসবাব পত্র ভাংচুর করে এবং আমাকে না পেয়ে বৃদ্ধ বাবাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।
ড্রেজার পার্টনার নুরুল ইসলাম পার্থ জানান,ফয়সাল ও তারেক গং আমার কাছে ড্রেজারের চাঁদা চাইতে আসলে আমি চাদা দেইনি।পরে আমাদের এলাকার লোকজন তাদেরকে চড়থাপ্পর মেরে ধাওয়া দেয়।এর কিছুক্ষন পরেই তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বড়ভাই রমিজ বেপারী,দেলোয়ারসহ কয়েকজনের উপর হামলা চালিয়ে তাদের কে কুপিয়ে আহত করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এঘটনায় পুলিশ দশজনকে আটক করেছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।