চেঙ্গী দর্পন প্রতিবেদক,সাতকানিয়া ,চট্টগ্রাম :
কে সংসদ সদস্য হলো, এমপি হলো, মন্ত্রী হলো, এগুলো কিছু কারও যায় আসে না। তবে জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। ১০ মার্চ ২০২৩ শুক্রবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চিব্বাড়ী এম এ মোতালেব কলেজের নব নির্মিত আইসিটি ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও নতুন প্রজন্মকে শিক্ষিত করতে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার জন্য প্রতিবছর বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখছেন বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হতে হবে।
সাধারণ শিক্ষার পাশাপাশি দৈনন্দিন জীবন নিয়ে, বৃত্তির সাথে সম্পর্কিত, দক্ষতার সাথে সম্পর্কিত নানান প্রশিক্ষণ কোর্স নিতে হবে। ভাষা শিক্ষা, কম্পিউটার কৃষি বিষয়েও দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই তোমরা একেকজন পরিপূর্ণ মানুষ হতে পারবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, দল করতে গিয়ে কখন কি পেলাম তা বিবেচনা করি না। আমি দলের মধ্যে কোন গ্রুপ করতে চাই না। কাজ করতে গিয়ে সুসময় যেমন আসবে, তেমনি দুঃসময়ও থাকবে। নিজেদের মধ্যে ঐক্য রেখে দলকে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে ত্যাগী নেতাকর্মীদের কেউ অপমান করলে সহ্য করা হবে না। মনে রাখতে হবে আওয়ামী লীগ চলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, চিব্বাড়ী এম এ মোতালেব কলেজের অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ ইদ্রিচ, আইন বিষয়ক সম্পাদক মির্জা কচির উদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।