শিশুদের মেধা ও মনন বিকাশে তাদের সৃষ্টিশীল কাজে নিযুক্ত করতে হবে ; জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বাংলাদেশ শিশু একাডেমি খাগড়াছড়ি জেলার উদ্যোগে প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ , শ্রেণি কার্যক্রম উদ্বোধন এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি ২০২৪ বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ , শ্রেণী কার্যক্রমের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি এ জেলার শিশুদের মেধা ও মননের নান্দনিক বিকাশে গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে। আপনারা(অভিভাবক উদ্দেশ্যে) শিশুদের শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্য সীমাবদ্ধ রাখলে হবে না। শিশুদের মেধা ও মনন বিকাশে তাদের সৃষ্টিশীল কাজে নিযুক্ত করতে হবে। এছাড়াও শিশুর প্রতি অভিভাবকদের বিভিন্ন ধরনের পরামর্শ ও দিক-নির্দেশনা মূলক বিষয়ে আলোকপাত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, বাংলাদেশ শিশু একাডেমি জেলা’র ডাটা এন্ট্রি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।