শতবর্ষ উদযাপনে প্রাক প্রস্তুতিতে মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের বর্ণাঢ্য র্যালী
ফুলগাজী ,ফেনী প্রতিনিধি:
১৪ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রীর কল-কাকলিতে মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সবা অনুষ্ঠিত হয়।
২৫ ডিসেম্বর বিকালে শত বছরের শিক্ষার আলোকবর্তিকা এই শিক্ষা প্রতিষ্ঠানটি আগামী ২৮ জানুয়ারি ২০২৩ উদযাপন করবে তাই শতবর্ষ পূতি উৎসব ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলণী উপলক্ষে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ।
এ অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সম্মাননার আয়োজন করা হয়েছে।
শতবর্ষ উদযাপন পর্ষদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য উৎসব মালায় প্রাণের উচ্ছ্বাসে মেতেছে এই শিক্ষার্থীরা।
উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজে বিদ্যালয়ের আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি মুন্সীরহাট বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে মিলিত হয়।
১৯০৬ সালে সালে আহমদ আজম চৌধুরী এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এই বিদ্যাপীঠের অগ্রণী যাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে রয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কেউ কেউ এখন প্রবাসী আবার কেউ রয়েছেন সরকার দপ্তরের উচ্চ পর্যায়ে। বর্ণাঢ্য র্যালী শুরুর আগে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আবদুল্লাহ। এডভোকেট শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান গোলম মোস্তফা মজুমদার, অতিরিক্ত সচিব আনিস মাহমুদ, সিনিয়র জর্জ নাজমুল হক চৌধুরী, উপ মহা পুলিশ পরিদর্শক মাসুদ আহমেদ শিহাব, মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের উপ মহা ব্যবস্থাপক জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী ইকরাম উল্লাহ সাবলু।
অনুষ্ঠানে শেখ আবদুল্লাহ বলেন,এত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের এক ছাতার নীচে নিয়ে আসা সহজসাধ্য নয়। আমাদের প্রত্যাশা ছাত্ররা তাদের প্রিয় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করবে। তিনি বলেন এটি তাদের আবেগ এবং অধিকারও বটে। আমি এ ধরণের প্রতিটি আয়োজনকেই স্বাগত জানাই।