Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

লোগাং জোনের জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলায় লোগাং বিজিবি জোনের জনকল্যাণ মূলক কর্মসূচীর আওতায় নিয়মিত বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান চলমান আছে।

 

তারই ধারাবহিকতায় ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকালে ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় দুঃস্থ নারী পুরুষের মাঝে ইট, সেলাই মেশিন, ঢেউটিন, নলকুপ ,মোমবাতি তৈরীর মেশিন সহ নগত টাকা প্রদান করেন ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।

 

বিতরণকালে জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকার শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এসময় ৩ বিজিবি-র স্টাফ অফিসারগন, উপকারভোগীগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button