লামায় শিশুকে কুপিয়ে হত্যা, রোহিঙ্গা কিশোর আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক,লামা , বান্দরবান :
বান্দরবানের লামায় সাদিয়া জাহান প্রকাশ সাদিয়া মনি নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশি রোহিঙ্গা কিশোর। খুনের ঘটনায় স্থানীয়রা মো. হেলাল (১৩) নামের এক রোহিঙ্গা কিশোরকে রক্তাক্ত দা সহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাশঁখাল্যা ঝিরি মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে। লামা থানা পুলিশের উপ পরিদর্শক নাঈমুল হক এই খবর নিশ্চিত করেছেন।
নিহত জাহান মনি স্থানীয় মুসলিম পাড়ার মো. ইদ্রিসের কণ্যা। অভিযুক্ত কিশোর হেলাল একই এলাকার নবী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি আঙ্গিনায় খেলতে যান তারা। খেলাচ্ছলে ওই সময় তাদের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ের ক্ষিপ্ত হয়ে হেলাল শিশু মনিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা অভিযুক্ত কিশোর হেলালকে করে আটক করে পুলিশে সোপর্দ করে।
লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।