লামায় গাছ টানার পালিত হাতির আক্রমন : নিহত -১
চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার, বান্দরবান : লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে অবৈধ গাছ টানতে আনা পালিত হাতির আক্রমনে আনিসুর রহমান (৩০) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ইউনিয়নের দূর্গম চুমপুং মুরুং হেডম্যান পাড়া এলাকার মো. ওমর ফারুক বাবুল নামক এক ব্যক্তির খামারে এই ঘটনা ঘটে। নিহতের আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা এলাকার মৃত মো. আলী মুন্সির ছেলে।
সাবেক মেম্বার মো. ওমর ফারুক বাবুল বলেন, আমার রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড চুমপুং মুরুং হেডম্যান পাড়াস্থ কৃষি খামার রয়েছে। আনিসুর রহমান আমার খামারে মাসিক চুক্তিতে কাজ করতো। শুক্রবার বিকেলে আনিসুর রহমান ক্ষেতে তামাক পাতা আনতে গেলে মালেক কোম্পানি ও চুমপুং হেডম্যান পাড়ার মাংপা মুরুং এর গাছ টানা আনা হাতি আক্রমনের মুখে পড়ে প্রাণ হারায়।
নাইক্ষ্যংমুখ ও চুমপুং পাড়া এলাকার স্থানীয় লোকজন জানায়, গাছ টানতে আনার পালিত হাতির পালটি গত কয়েক মাস ধরে এলাকায় তান্ডব চালাচ্ছে। হাতির পালের সাথে মালিকের পরিচালক নাই। তারা কাজ শেষে হাতি গুলোকে কোন খাবার না দিয়ে ছেড়ে দেয়। তখন হাতি গুলো মানুষের ঘর-বাড়ি, ক্ষেত খামার ও বাগান নষ্ট করে।
লামা সদর রেঞ্জ অফিসার মনজুরুল আলম হাতির আক্রমণের কারনে দিনমজুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।