Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
লকডাউনের আইন মেনে চলছি : আমাদের তো খেয়ে বাঁচতে হবে
মো: ইসমাইল,পানছড়ি প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় ব্যাপক পরিমানে বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রীয় কর্তৃক কঠোর লকডাউন জারি করা হয়েছে। লকডাউন কঠোর তবে তা মানতে অমান্য করছে জনগন।
আজ ১৮ তারিখ (রবিবার) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সাপ্তাহিক বাজারের অবস্থা খুবই করুন।কেউ মানছে না কোনো স্বাস্থ্য সচেতনতা।কারো কারো মুখে নেই মাস্ক,নেই কোনো সামাজিক দুরত্ব।
কিছু ব্যক্তিদের নিকট জনস্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন,আমরা নিত্যদিন লকডাউনের আইন মেনে চলছি।কিন্তু আমাদের তো খেয়ে বাঁচতে হবে।আমরা কাজ করতেও পারছি না,তাই যার যা আছে তা নিয়েই যেভাবে পারছি সাপ্তাহিক বাজার করতে আসছি।