পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

রোয়াংছড়িতে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশেন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপকার ভোগীদের নগদঅর্থ সহায়তা প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রোয়াংছড়ি, বান্দরবান  :
জেলার রোয়াংছড়িতে এরিয়া প্রোগ্রাম এর উদ্যোগে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশেন এর আয়োজন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতায় ২টি ইউনিয়নের ১২০টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল, শুকর ও হাস, মুরগী পালনের মাধ্যমে আর্থিক স্বাবলম্বী ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষে মোবাইল ব্যাংকিং মাধ্যমে প্রতি পরিবারকে ১৮ হাজার করে উপজেলা পরিষদ সভা মিলনায়তনে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

 

সোমবার (১১ মার্চ ২৪) উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ এহসানুল হক প্রধান অতিথি উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অন্যান্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত নুপ্রুচিং মারমা, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং, এরিয়া প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার সুইমংচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

ম্যানেজার প্রকাশ চাম্বুগং বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিবারের আয় বৃদ্ধির জন্য এবছর ১২০টি অতি দরিদ্র পরিবারের সদস্যদের বাড়ির আশপাশে সবজী  চাষের প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া হাস-মুরগী, ছাগল ও শুকর পালনের ওপর প্রশিক্ষণ প্রদান করে সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা করছে। যাতে প্রত্যেক পরিবার পরবতর্ীতে আয়বৃদ্ধি করে তাদের ছেলে মেয়েদের শিক্ষা, সুস্বাস্থ্য ও পুষ্টিনিশ্চিত করার পাশাপাশি দরিদ্রতা দূর করতে পারে।

 

প্রধান অতিথি এহসানুল হক বক্তব্যে বলেন দরিদ্রতা দূরীকরণের জন্য এধরণের উদ্যোগ ও সহায়তা খুবই উপযোগী। আপনারা যারাএই সহায়তা পেয়েছেন তারা এই সুযোগতাকে ভালোভাবে কাজে লাগাবেন। প্রচুর পরিশ্রমের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি করবেন। এভাবে সন্তানদের সুন্দর ভবিষ্যত গড়ে তুলবেন। এয়াড়া আপনারা যারা কৃষি সহায়তা ও সেবা পেতে চান আমাদের কৃষি অফিসে যোগাযোগ করে বিভিন্ন সেবা ও সহায়তা নিতে পারবেন বলেন জানান।

Related Articles

Back to top button