পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

রোয়াংছড়িতে সর্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেক্স চালু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রোয়াংছড়ি, বান্দরবান  :
জেলার রোয়াংছড়িতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনের সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” এই শ্লোগান কে সামনে রেখে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ সভা মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে উপজেলা চত্বরে সেবা গ্রহীতাদের সুবিধার্থে একটি হেল্প ডেক্সের উদ্বোধন করা হয়।

 

 

২৪ এপ্রিল ২০২৪, বুধবার সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের হেল্পডেস্ক এর উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন সভাপতিত্বে উপজেলায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষকে নিয়ে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অনুষ্ঠিত মত বিনিময় সভা ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল মামুন বলেন , সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের জন্য একটি হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে। যে কোন ব্যক্তি নির্ধারিত কাগজ পত্র নিয়ে সার্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন প্রক্রিয়া সম্পাদন করতে পারবেন। এখন থেকে এই হেল্প ডেক্স এর মাধ্যমে অফিস চলাকালীন সময়ে সাধারণ জনগণ সর্বজনীন পেনশন স্কিম চালু করতে সকল সেবা পাবে আর উপজেলা প্রশাসনের হেল্প ডেক্সের কর্মকর্তা এবং কর্মচারী সাধারণ জনগণকে সর্বজনীন পেনশন স্কিম চালু করতে যাবতীয় সহযোগীতা প্রদান করবে।

Related Articles

Back to top button