Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

রোয়াংছড়িতে ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত শিশুদের মাঝে শীত বস্ত্র উপহার বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রোয়াংছড়ি ,বান্দরবান  :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা রোয়াংছড়ি এরিয়ার প্রোগ্রাম হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথ আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত (আরসি) ১ হাজার ২৮জন শিশুদের মাঝে  শীত বস্ত্র বিতরণ করা হবে।

 

 

উদ্বোধন দিনে রোয়াংছড়ি টাউন হলে ২৬জন শিশুকে শীত বস্ত্র উপহার বিতরণ করা হয়েছে  বাকী  ১ হাজার ২ জন  র্শিশুকে পর্যাক্রমে বিতরণে কার্যক্রম অব্যাহত থাকবে।

 

২১ ডিসেম্বর ২৩ বৃহস্পতিবার শীত বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ে ফিল্ড অফিসার শাহীনা আক্তার,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রোয়াংছড়ি এপি স্পন্সরসিপ অফিসার সুযোসেফ রোযারিও,মনিটরিং ও ইভালুয়েশন অফিসার উসাইম্যা মারমা, কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার (সিডিও) অংশৈ মারমা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button