রোয়াংছড়িতে বৌদ্ধ ভিক্ষু রহস্যজনক মৃত্যু ও চিরকুট উদ্ধার
রোয়াংছড়ি বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার গোদার পাড় এলাকার ধুতাঙ্গ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. এফ দীপংকর মহাথের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের উদ্ধারের সময় মাটির সাথে ভিক্ষুটি পা লাগানো থাকায় রহস্য জনক মৃত্যু বলে ধারণা করছে স্থানীয়রা। এটি নিয়ে হত্যা, নাকি আত্মহত্যা ধুমরোজালের রৈরি করেছে সমাজিক যোগাযোগ মাধ্যমে।
শনিবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিহার থেকে ভিক্ষুটি মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটটি দীপংকর মহাথের এর হাতের লেখা কিনা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, বিহার প্রাঙ্গণে সেবকেরা খুঁজতে গিয়ে ভিক্ষুকে গলায় রশি দিয়ে বিহারের চালের সাথে ঝুলানো অবস্থায় দেখদে পায়। পরে বিহারের সেবকরা পুলিশকে খবর দিলে রোয়াংছড়ি থানা পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে ড. এফ দীপংকর মহাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ভিক্ষুটি মৃত্যের ঘটনার জানাজানি হলে শতশত অনুসারী বিহার প্রাঙ্গনে উপস্থিত হয় এবং জেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
রোয়াাংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ পারভেজ আলী ঘটনা সত্যতা নিশ্চিত করেন।