Breakingদুর্ঘটনাপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ
রোয়াংছড়িতে বজ্রপাতে এক মহিলা মৃত্যৃ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রোয়াংছড়ি , বান্দরবান :
জেলার রোয়াংছড়িতে বজ্রপাতে এক মহিলার মৃত্যৃ হয়েছে।। ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার বিকালে ওয়াবব্রাই পাড়ায় এসব ঘটনা ঘটে।
জানা যায়, বজ্রপাতে মৃত সাইমেউ মারমা (৩৫) ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াব্রাই পাড়া বাসিন্দা রেনুমং মারমা মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী মংবানু মারমার স্ত্রী )।
৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সহ স্থানীয়রা বলেন মৃত ব্যক্তির সাইমেউ মারমা বাগানে কাজ করতে গেলে বজ্রপাতে আঘাত লাগে মহিলাটি মাথায়। সে বজ্রপাতে আঘাতে মৃত্যু হয়েছে।
রোয়াংছড়ি থানা ইনচার্জ মোহাম্মদ পাভেজ আলী ঘটনা সত্যতা নিশ্চিত করেন।