Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাতদিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

৭ সেপ্টেম্বর ২০২৪ শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস প্রেসিডেন্ট এস অনন্ত বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল।

 

এ সময় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে সাড়ে ৭ কেজি চাউল,১ কেজি ডাল, ১ কেজি চিনি, আধা কেজি সুজি ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ফিল্ড অফিসার দিদারুল আলম রাফি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় সামনে থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দের উদ্ধার সহ খাবার বিতরণ করেছে যা অত্যন্ত প্রশংসনীয়।

 

অন্যান্যদের মধ্যে সদর জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সাবেক ভাইস প্রেসিডেন্ট জসীম উদ্দিন মজুমদার,সাধারণ সম্পাদক মো: সাইফুল্লাহ, রেড ক্রিসেন্ট সোসাইটি রেড ক্রিসেন্ট ইউনিটের অফিসার মোঃ আব্দুল গনি মজুমদার, সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন মৃধা, রেড ক্রিসেন্ট ইউনিটের এক্সিকিউটিভ মেম্বার ধীমান খীসা প্রমূখ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।।

Related Articles

Back to top button