Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় পানছড়ির বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর শেষ বিদায়

নিজস্ব প্রতিনিধি, পানছড়ি , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি গ্রামের বাসিন্দা প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আজগর আলী (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতে ১০টা ৩০ মিনিটে তিনি অসুস্থতা জনিত কারণে নিজ বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

২১ নভেম্বর ২০২৫, শুক্রবার বাদ জুমা উল্টাছড়ি বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন ও পানছড়ি থানার এস আই রাকিবুল ইসলাম মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকায় আচ্ছাদিত করে গার্ড অব অনার প্রদান করেন।

মরহুমকে উল্টাছড়ি কবরস্থানে দাফন করা হয়।

 

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন সামাজিক ও মুক্তিযোদ্ধা সংগঠন শোক প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button