Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড় সীমান্তে ভারতীয় রুপিসহ বাংলাদেশী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় সীমান্ত থেকে কাজল বরণ দাস গুপ্ত (৬৪) নামের এক বাংলাদেশিকে ভারতীয় রুপি সহ আটক করেছে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের কাঁশিবাড়ি বিওপি ক্যাম্প ।

 

রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরের দিকে রামগড় থানার মন্দিরঘাট সেগুনবাগান হতে তাকে আটক করা হয়।

 

আটক কাজল বরণ দাস গুপ্ত চট্টগ্রাম জেলার রাউজার থানার দক্ষিণ সুলতানপুর ছিটিয়াপাড়া গ্রামের রায় মোহন দাস গুপ্তর ছেলে।

 

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাঁশিবাড়ি বিওপি’র জেসিও নাঃ সুবেদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করে।

 

বিজিবি জানায়, আটক কাজল বরণ দাশ গুপ্ত সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এসময় তাকে তল্লাশি করলে ১০ হাজার ৬৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, অল্পকিছু বাংলাদেশী টাকা এবং ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও কাগজপত্র উদ্বার করা হয়। আটক ব্যক্তি গত ৩০ জানুয়ারি শ্বশুরের ভাতিজার বাড়িতে বেড়াতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

 

রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মো: ইমাম হোসেন জানান, সীমান্তের নোম্যানসল্যান্ডের কাছ থেকে ভারতীয় রুপিসহ কাজল বরণ দাশ গুপ্তকে আটক করে বিজিবি। পরে মামলা দিয়ে তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button