রামগড় সীমান্তে ভারতীয় প্রসাধনী ও গাঁজা জব্দ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
জেলার রামগড় সীমান্তে পৃথক দু’টি অভিযানে দেশে আনার সময় চোরাকারবারিদেন দাওয়া করে ভারতীয় প্রসাধনী ও গাঁজা জব্দ করেছে বিজিবি।
২২ আগষ্ট ২০২৩ মঙ্গলবার বিকেলে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর লাচারীপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে টহল দলের অভিযানে ৫০০ পিচ ভারতীয় প্রসাধনী পন্ডস পাউডার জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতির টের পেয়ে মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
অপর দিকে সন্ধায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর বাগান বাজার বিওপি-র নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলামের নেতৃত্বে বড়ই বাগান নামক স্থান হতে মালিক বিহীন ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, বর্তমানে জব্দকৃত প্রসাধনী সীতাকুণ্ড কাষ্টমর্স অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং গাঁজা পরবর্তীতে ধ্বংশের জন্য ব্যাটালিয়নে জমা করা হয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর ছিদ্দিক সাইমুম বলেছেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা সহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।