Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড় বিজিবি-র অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি অভিযান চালিয়ে অবৈধ ভাবে দেশে নিয়ে আসার সময় ভারতীয় মদ, মোটর সাইকেল ও মোবাইল ফোন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

৬ আগষ্ট ২০২২ শনিবার দুপুরে জোরার গঞ্জ থানাধীন কয়লার মুখ বিওপির দায়িত্বপূর্ণ রহমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার চিকন ছড়াস্থ নয়দৌলং এলাকার মোঃ সামসুল হকে ছেলে মোঃ মাঈন উদ্দিন (৩২) ও মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ আবুল কাশেম (২১) কে আটক করে বিজিবি।

সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আবুল বাশার এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার কয়লারমুখ বিওপির দায়িত্বপূর্ণ রহমতপুর নামক স্থানে অভিযান চালিয়ে মোঃ মাঈন উদ্দিন ও মোঃ আবুল কাশেম নামের দুইজনকে অবৈধ ভাবে সীমান্ত পার করে দেশে নিয়ে আসা ৬ বোতল ভারতীয় মদ, ১ টি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন সহ আটক করে।

জব্দকৃত মালামালসহ আসামীদেরকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

৪৩ বিজিবি-র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান বলেন, ব্যাটালিয়ন অধীনস্ত এলাকার সীমান্ত গুলোতে পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও বিজিবি সীমান্তে এমন অভিযান অব্যাহত রাখবে।

Related Articles

Back to top button