Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড় উপজেলার নতুন কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড় ,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন ৪ তলার প্রসাশনিক ভবন ও হল রুমের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী পদ মর্যাদা ) ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

২১ জৃলাই ২০২২ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

জানা যায়, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) এর আওতায় প্রায় ৬কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবন ও উপজেলা পরিষদ মিলনায়তনটি নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজটি পেয়েছেন খাগড়াছড়ির মেসার্স এস অনন্ত বিকাশ ত্রিপুরা নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মুনাজাত করেন উপজেলা কোট মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন জীহাদী ।

এ সময় অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেন সহ সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন ।

Related Articles

Back to top button