Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে ১৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য বিভাগ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি  :
জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১২ হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত খাগড়াছড়ির রামগড়ে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন – এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 

 

৪ ডিসেম্বর ২০২৩ সোমবার সকাল সাড়ে ১১ টায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি কর্মসূচি ও কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন ।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রামগড় উপজেলা স্বাস্থ্য বিভাগের আওতাধীন রামগড় পৌরসভা, রামগড় ও পাতাছড়া ইউনিয়ন এবং গুইমারার হাফছড়ি ইউনিয়নের প্রায় ১৪ হাজার জন শিশুকে ভিটামিন- এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে। মোট ৭৯টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস হতে ৫ মাস বয়সী প্রতিটি শিশুকে এ ক্যাপসুল খাওনো হবে। এ কর্মসূচি শতভাগ সফল করতে প্রত্যেক কেন্দ্রে স্বাস্থ্য বিভাগে ২ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ছাড়াও স্থানীয় পাড়াকর্মীরা সহ প্রায় ১৬০ জন নিয়োজিত থাকবে। দুর্গম প্রত্যন্ত গ্রামের বাসিন্দার শিশুদের ভিটামিন – এ প্লাস ক্যাপসুল খাওয়াতে কেন্দ্রে আনা নিশ্চিত করার জন্য হেডম্যান, কার্বারি, ইউপি মেম্বারসহ মসজিদ-মন্দির উপাসনালয়ের ধর্মীয় গুরুদের সহায়তা নেবে স্বাস্থ্য বিভাগ।

 

 

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস চৌধুরী, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা: নাছির উদ্দিন, পরিবার পরিকল্পনা কৃৃমকর্তা (ভারপ্রাপ্ত ) ডা: এমরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button