Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড়ে সেনা অভিযানে অস্ত্রসহ ইউ পি ডি এফের কমান্ডার আটক

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক অস্ত্রধারীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের গুজাপাড়াস্থ মরাকয়লা এলাকা থেকে মংসানু মার্মা (৪৪) নামের এক অস্ত্রধারীকে আটক করা হয়। আটককৃত মংসানু মার্মা মানিকছড়ি উপজেলার সদুরখীল এলাকার মৃত মংক্য মারমার ছেলে। সে পাতাছড়া ইউনিয় ইউপিডিএফের পোষ্ট কমান্ডারের দায়ীত্বে রয়েছেন।

সূত্র জানায়, ইউপিডিএফ সন্ত্রাসীরা উক্ত এলাকাতে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল এবং বিভিন্ন স্থান থেকে সেখানে জড়ো হচ্ছিলো এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে যায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন অধিনস্ত সিন্দুকছড়ি সেনা জোনের বাটনাতলী সেনা ক্যাম্পের সদস্যরা। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে, একই সময়ে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে একজন সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড এ্যামোনিশন, ২ টি চাকু, চাঁদা আদায়ের রশিদ বই এবং ১টি ব্যাগ উদ্ধার করা হয়।

রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, সেনাবাহীনি আটককৃতকে থানায় হস্তান্তর করলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button