Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড় ,খাগড়াছড়ি : জেলার রামগড়ে ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযুদ্ধা, হ্যাডম্যান-কার্বারী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে সকালে ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাশেদ চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী , সাবেক জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান, রামগড় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোস্তফা হোসেন, ১নং রামগড় ইউপির চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নরুল আলম আলমগীর, রামগড় কোট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদী, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবদুল হক, রামগড় রামকৃষ্ণ মিশনের সভাপতি শিক্ষাবিদ রামেশ্বর শীল, বৌদ্ধ বিহারের সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যদ্রা মারমা, রামগড় ব্যাপ্টিস্ট চার্চ এর পালক ফিলিপ হালদার সহ প্রমুখ।

সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে রামগড় এক অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে সভায় বক্তারা বলেন, রামগড় সম্প্রীতির শহর। আমরা সকলে যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলে আমাদের মধ্যে আর কোন ভেদাভেদ থাকে নয়।

পরে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও পরিচয় পত্র বিতরণ করেন অতিথিরা।

Related Articles

Back to top button