Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে শান্তকরণ কর্মসূচীর আওতায় বিজিবির সহায়তা প্রদান
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,রামগড় (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির রামগড়ে শান্তকরণ কর্মসূচীর আওতায় গরীব ও অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা প্রদান করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
রোববার সকালে জেলার রামগড়ে বিজিবির জোন সদরে গরীব ও অসহায়দের মাঝে এসব ঢেউটিন ও নগদ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আনোয়ারুল মাযহার। এসময় স্থানীয় গণ্যনাম্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী ও পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জোন অধিনায়ক জানান, পর্যায়ক্রমে দুর্গম এলাকায় নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় সংস্কারে সহায়তাসহ খেলাধুলা সরঞ্জাম বিতরণ করার উদ্যেগ নিয়েছে ৪৩ বিজিবি। শান্তকরণ কর্মসূচীর আওতায় ৮ বান্ডেল ঢেউটিন ও প্রায় ১লক্ষ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।