Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে মারমাদের সাংগ্রাই ও জলকেলি উৎসব

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ঐতিহ্যবাহী সাংগ্রাই (বাংলা নববর্ষ) উপলক্ষে জেলার রামগড়ে বণার্ঢ্য র‌্যালি ও জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার মার্মা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব পোশাক পড়ে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিতে বর্ণিল পোষাকে পাহাড়ি তরুণ-তরুণী ছাড়াও সব বয়সের হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়।

 

 বৃহস্পতিবার (১৩ এপ্রিল ২০২৩) সকাল ৯ টার সময় মাষ্টারপাড়া আনন্দ বৌদ্ধ ও মহামুনি কেন্দ্রিয় বৌদ্ধ বিহারে উদ্যোগে র‌্যালিটি মাষ্টার বৌদ্ধ বিহার হতে রামগড়-খাগড়াছড়ি মূল সড়ক প্রদক্ষিণ করে মহামুনি বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

 

 

র‌্যালিতে শুরুতে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি হিসেবে, মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, ওসি মো: মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

র‌্যালি শেষে মহামুনি বৌদ্ধ বিহারে মারমাদের ঐহিত্যবাহী জলকেলি উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।

 

 

এসময় মার্মা জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠন, পাড়া-মহল্লার সব বয়সের নারী পুরুষ ছাড়া ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

Related Articles

Back to top button