Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড় , খাগড়াছড়ি : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ১৫টি ভারতীয় গরু জব্দ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর সদস্যরা।

৩০ মে ২০২২ সোমবার দিবাগত রাতে খাগড়াছড়ির রামগড় স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন ফেনী নদীর কুল এলাকা হতে এসব গরু জব্দ করা হয়।

সূত্র জানায়, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কম দামে বেশকিছু ভারতীয় গরু অবৈধ ভাবে সীমান্ত পার করে জেলার রামগড় উপজেলার পাশ্ববর্তী বাগানবাজার ও চিকনছড়া বাজারে বেশী দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান এর নির্দেশে রামগড় স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে ফেনী নদীর কুল নামক স্থানে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারে সেখান থেকে পালিয়ে যায় পাচারকারীরা। পরে সেখানে তল্লাশী চালিয়ে ১৫টি ভারতীয় গরু উদ্ধার করে। জব্দকৃত ১৫টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। এছাড়া প্রয়োজনীয় কাজ শেষে বর্তমানে গরুগুলো সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।

জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্থ অঞ্চলে মাদক, গরু পাচার ও কাঠ পাচারসহ নানা ধরণের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button