Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভা ও পরিদর্শন

চেঙ্গী দর্পন,স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেছেন, শিক্ষার মান বৃদ্ধি ও পর্যটন খাতকে কাজে লাগানো গেলে ভবিষ্যতে রামগড় উপজেলার অর্থনৈতিক ভাবে আরো সমৃদ্ধ হবে। রামগড় উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

১৮ ডিসেম্বর ২০২২ রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর মেয়র মো: রফিকুল আলম কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তফা হোসেন, সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে আরো বলেন, জন প্রতিনিধি, সরকারী-বেসরকারী দপ্তরের প্রধান, গন্য মান্যব্যাক্তি বর্গ সহ সাংবাদিকদের সহযোগিতা ছাড়া একক ভাবে প্রশাসন পরিচালনা করা যায়না। সকলের সম্মিলিত চেষ্টায় সম্প্রীতির বন্ধন ও সহযোগিতার ভিত্তিতে খাগড়াছড়িকে এগিয়ে নিতে কাজ করবেন বলে তিনি জানান।

পরে আশ্রায়ণ প্রকল্পের ঘরে বসবাসরত মালিকদের সাথে কৌশল বিনিময় করে বৈষ্ণব পাড়া মডেল কমিউনিটি ক্লিনিক, ডাক বাংলো এলাকায় নির্মানাধীন শিশু কানন, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়, রামগড় থানা সহ বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শণ করেন জেলা প্রশাসক। এসময় ৪৩ বিজিবি জোন কমান্ডার লে. কর্ণেল মো: হাফিজুর রহমান জেলা প্রশাসকের সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আতিকুুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ, বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, হেডম্যান-কারবারী, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button