Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে চারটি ইট ভাটায় অভিযান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
জেলার রামগড়ে চারটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অবৈধ ভাবে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে চারটি ভাটার বিপুল পরিমান জ্বালানী কাঠ জব্দ করেছেন উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত।

 

২৪ জানুয়ারী ২০২৪, বুধবার সকালে উপজেলার দাতা রামপাড়া এলাকার চারটি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, উপজেলার দুর্গম বনভূমি এলাকায় গড়ে উঠা ৪টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জ্বালানি কাঠ উপজেলা রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করতে এবং ৪টি ইটভাটা কর্তুপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।

 

উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: রোকনুজ্জামান জানান, অবৈধ ভাবে ভাটাগুলোতে বনাঞ্চলের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছিলো। মোবাইল কোর্টের নির্দেশনা মোতাবেক চারটি ইটভাটার মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button