রামগড়ে গণহত্যা দিবস পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড়, খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস-২০২১ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানা অফিসার ইনর্চাজ মো: শামসুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর সহ প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারী-বেসরকারী র্কমর্কতা, পৌর কাউন্সিলর, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
পরে রামগড় তথ্য অফিসের সহায়তায় বাজার এলাকায় ২৫ র্মাচ গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।