Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগ

রামগড় ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি।

 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা এবং পাহাড় কাটার স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করে।

 

 

পরিদর্শনের সময় রামগড় স্থলবন্দর এলাকা এবং অভিযুক্ত পাহাড়গুলো থেকে মাটি সংগ্রহ করা হয়েছে। কমিটি এসব সংগৃহীত মাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠাবে , যা আগামী প্রতিবেদন এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হবে। মাটির নমুনা বিশ্লেষণ সরকারের তদারকি ও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিতে আহবায়ক হিসেবে আছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ ফিরোজ আহমেদ।সদস্য হিসেবে থাকছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) এইচ.এম. মনিরুজ্জামান ,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এবং সদস্য সচিব নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথি। এছাড়া খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন।

 

 

সরেজমিন তদন্তকালে তদন্তকারী দলের সাথে ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম।

 

 

উল্লেখ্য, রামগড় স্থলবন্দরের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগ নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিষয়টি তদন্তের নির্দেশ দেন।তিন কার্যদিবসের মধ্যে খুব দ্রুত তদন্ত কমিটি গঠন করে সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

 

 

এর ধারাবাহিকতায় গতকাল (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং বৈরাগী টিলা এলাকায় পাহাড় কাটা স্থান ঘুরে দেখেন।

 

তদন্ত কমিটি সংগৃহীত তথ্য ও মাটির নমুনা বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করবে, যার ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button