Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সহায়তা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

 

বৃহস্পতিবার সকালে পাতাছড়া ইউনিয়নের গরুকাটা এলাকায় আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র ও অসহায় পাহাড়ি মানুষের মাঝে চিকিৎসা সেবা, ওষুধ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, দায়িত্বপূর্ণ এলাকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও মেডিক্যাল অফিসার মেজর অতসী দেবনাথ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button