Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সহায়তা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
বৃহস্পতিবার সকালে পাতাছড়া ইউনিয়নের গরুকাটা এলাকায় আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র ও অসহায় পাহাড়ি মানুষের মাঝে চিকিৎসা সেবা, ওষুধ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, দায়িত্বপূর্ণ এলাকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও মেডিক্যাল অফিসার মেজর অতসী দেবনাথ উপস্থিত ছিলেন।




