Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে জরিমানা
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীমের নেতৃত্বে রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চক্ষু চিকিৎসা দিয়ে আসছিলেন বলে স্বীকার করেন।
এ অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ধারা অনুযায়ী তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।