Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে বসতবাড়ীতে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
জেলার রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চাঁদা না পেয়ে বসত বাড়িতে হামলার ঘটনার এজাহারনামীয় আসামী রামগড় সরকারী ডিগ্রী কলেজ প্রথম বর্ষ ছাত্রলীগের সভাপতি হাছান শরীফ (২৩) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

 

সোমবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার তৈছালাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মো: ফারুক এর ছেলে।

 

রামগড় থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শরিফ গত ২ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে গর্জনতলী এলাকার এক ব্যক্তির নিকট ছাত্র জনতার আন্দোলন থামানোর অযুহাতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ৪ আগস্ট ২০২৪ বিকালে দক্ষিণ গর্জনতলী বাদীর বসত বাড়ীতে দলবল নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর সহ লুটপাট চালায় । এ সময় বেশ কয়েকজন আহত হয়। ঘটনায় পর ক্ষতিগ্রস্ত ব্যক্তি রামগড় থানায় মামলা করেন।

 

রামগড় থানা ভারপ্রাপ্ত মোহাম্মদ মঈন উদ্দীন জানান, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজে হামলায় জড়িত মর্মে শনাক্ত হওয়ায় প্রযুক্তির সহায়তায় হাসান শরীফকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। ৪ মার্চ ২০২৫ ,মঙ্গলবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button