রামগড়ে বিপুল পরিমাণ মদ সহ দুই নারী আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ সহ মুন্নি আক্তার (৪২) ও প্রিয়া রানী মালাকার (৫০) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
৩১ ডিসেম্বর ২০২৪ দিবাগত মধ্যরাতে রামগড় বাজার বাসস্ট্যান্ডের সামনে থেকে দেশীয় তৈরী ৬০ লিটার চোলাই মদ সহ তাদের আটক করা হয়।
আটককৃত মুন্নি আক্তার চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার বিশ্ব কলোনী এলাকার বাসিন্দা আজহার উদ্দিনের স্ত্রী ও প্রিয়া রানী মালাকার একই থানার কৈবল্যধাম এলাকার বাসিন্দা রতন মালাকারের স্ত্রী। আটক মুন্নি আক্তারের বিরুদ্ধে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় দশটি ও প্রিয়া রানী মালাকারের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আসামীদের তল্লাসী করে স্যালাইন ও পলিথিনের প্যাকেটে করে পরিবহনের উদ্যেশ্য আনা ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামগড় থানায় মামলা দায়ের করে ১জানুয়ারী ২০২৫ , বুধবার খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হয়েছে।